SSC Exam 2022 Update News Today | এসএসসি পরীক্ষা ২০২২

Rate this post

আপনি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং এসএসসি পরীক্ষা তাঁর সম্পর্কে আপডেট নিউ জানতে চান তাহলে আপনি ঠিক  জায়গায়ই এসেছেন। 2022 সালের এসএসসি পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এবং আপনারা সেটা কীভাবে জানতে পারেন সে সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করব। তো চলুন জেনে নেওয়া যাক –

এবছর এসএসসি পরীক্ষা 19 জুন অনুষ্ঠিত হওয়ার রুটিন প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি যে পরীক্ষা উনিশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত চলবে। কিন্তু হুট করে সিলেটে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এবং পুরো সিলেট জুড়েই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে 19 জুন যে পরীক্ষা হবার কথা ছিলো সেটা স্থগিত করা হয়। আর এ কারণেই দেশ জুড়ে কিন্তু ২২সালের এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিতের নিউজ ডিক্লিয়ার করার পরে আমাদের অনেকের মন কিন্তু খারাপ হয়েছিল। অনেকে অনেক সুন্দর প্রস্তুতি নিয়েছিলো এক্সাম নিয়ে, আবার অনেকে ঠিক ভাবে প্রস্তুতি নিতে পারেনি। তাই পরীক্ষা পেছানো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। 

SSC exam news today

অনেকে তো এই ছুটিতে ঘোরাঘুরি করছে অথবা সময় নষ্ট করছে। আবার অনেকে যাঁদের পরীক্ষার প্রস্তুতি খুব একটা ভাল ছিল না তারা কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ ভালো একটা সময় পেয়ে যাচ্ছে। আর যারা মূলত আগামী পরীক্ষার ডেট নিয়ে অনেক বেশি চিন্তিত। তাঁদের একটা  বিষয় জানাতে পারি যে আশা করা যায় ঈদুল আজহার আগে SSC Exam 2022 অনুষ্ঠিত হবে না। 

যদিও সিলেটের বন্যার পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে, আবার এদিকে দেশের আরও কয়েক জায়গায় বন্যার পানি বেড়ে যাওয়ার খবর ও পাওয়া গেছে। এদিকে ঈদ কিন্তু কিছুদিনের মধ্যেই। তাই এতটুকু নিশ্চিত থাকা যেতে পারে যে ঈদের আগে SSC Exam 2022 অনুষ্ঠিত হবে না।

আর শিক্ষাবোর্ড থেকে এস এস সি পরীক্ষা 2022 সালের রুটিন প্রকাশ করলে সেটা কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। 

যেসব শিক্ষার্থীরা এই সময়টাকে নষ্ট করছে তাঁদের বলব – “বন্যা পরিস্থিতির কারণে যেহেতু এখন পরীক্ষা স্থগিত রয়েছে, তাই এই সময়টা নষ্ট না করে আরও স্ট্রং প্রস্তুতি নাও, যে সব বিষয়গুলো নিয়ে দুর্বল ছিল সেগুলো বারবার রিভাইজ করো, আশা করা যায় এস সি পরীক্ষা 2022 এ তুমি অনেক ভালো রেজাল্ট করবে ”।

আর যেসব শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত থাকা ভেঙে পড়েছে তাদের জানাতে চায় যে – যেহেতু দেশের এখন অবস্থা খুবই খারাপ তাই এখন আমাদের ধৈর্য ধরে লেখাপড়া চালিয়ে যাওয়া ছাড়া আর কোন way  নাই, হতাশা কিংবা ভয়ের কোনও কারণ নেই। প্রতিদিন ঠিকমতো পড়াশোনা করো আশা করি SSC Exam 2022 এ তোমার বন্ধুরা তোমায় হিংসে করবে।

সকল SSC পরীক্ষার্থীদের জন্য থাকলো শুভ অনেক অনেক শুভ কামনা। আর দেশের জন্য বিশেষ করে সিলেটবাসীর জন্য সবাই অনেক বেশি দোয়া করবে। ধন্যবাদ সবাইকে ❤

Leave a Comment